kolkata

Mar 26 2023, 19:44

*প্রাক্তন হকি খেলোয়াড় লেসলি ওয়াল্টার ক্লডিয়াসের জন্মদিনকে স্মরণ*

কলকাতা: ভারতের বিখ্যাত প্রাক্তন হকি খেলোয়াড় লেসলি ওয়াল্টার ক্লডিয়াসের জন্মদিনকে স্মরণ করে আজ ভেটারান্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল অনূর্ধ্ব ১৬ বছর বয়েস বিভাগের হকি প্রতিযোগিতার ফাইনাল খেলা।

উল্লেক্ষ্য, গত ২৩ থেকে ২৫ শে মার্চ পর্যন্ত বাটা স্পোর্টস ক্লাবের মাঠে এই প্রতিযোগিতা চলেছিল, যার ফাইনাল খেলা ছিলো আজ। তবে ফাইনাল খেলার আগে এই মাঠে হকির প্রাক্তন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা মিলে একটি প্রদর্শনী মূলক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। মাঠে উপস্থিত ছিলেন অতীত দিনের একাধিক সম্মানীয় খেলোয়াড় ও প্রশাসনিক কর্মকর্তারা।

এদিন , ফাইনালে বারুইপুর শাসন হকি অ্যাকাডেমি ২-১ গোলে চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ীর ট্রফি তুলে নেন। আয়োজক সংস্থার সভাপতি তথা প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্যাম থাপা , প্রাক্তন অলিম্পিয়ান হকি খেলোয়াড় গুরবক্স সিং সহ বিভিন্ন বিশিষ্ঠ ব্যক্তিবর্গের উপস্থিতিতে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Mar 26 2023, 18:37

*ভারত সরকারের " খেলো ইন্ডিয়া ১০ কদম " কর্মসূচি*

কলকাতা:আজ কলকাতার টেকনো ইন্ডিয়ার কসবা ক্যাম্পাসে ভারত সরকারের " খেলো ইন্ডিয়া ১০ কদম " কর্মসূচির অন্তর্গত মহিলা ভারোত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। রাজ্য ভারোত্তোলন সংস্থার তত্ত্বাবধানে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পঞ্চাশের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ভারোত্তোলন সংস্থার সভাপতি চন্দন রায়চৌধুীর, টেকনো ইন্ডিয়া গ্রুপের সি ই ও শঙ্কু বসু সহ একাধিক বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর আকাশ পুন্দির ।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Mar 26 2023, 18:36

*ভারত সরকারের " খেলো ইন্ডিয়া ১০ কদম " কর্মসূচি*

কলকাতা:আজ কলকাতার টেকনো ইন্ডিয়ার কসবা ক্যাম্পাসে ভারত সরকারের " খেলো ইন্ডিয়া ১০ কদম " কর্মসূচির অন্তর্গত মহিলা ভারোত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। রাজ্য ভারোত্তোলন সংস্থার তত্ত্বাবধানে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পঞ্চাশের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ভারোত্তোলন সংস্থার সভাপতি চন্দন রায়চৌধুীর, টেকনো ইন্ডিয়া গ্রুপের সি ই ও শঙ্কু বসু সহ একাধিক বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর আকাশ পুন্দির ।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Mar 26 2023, 15:15

*দলের দুর্নীতি নিয়ে এবার মহাভারত রামায়ণের উদাহরণ টানলেন তৃণমূল যুব নেতা মন্ত্রী পুত্র*

কলকাতা:দলের দুর্নীতি নিয়ে এবার মহাভারত রামায়ণের উদাহরণ দিলেন যুব নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্র সায়নদেব চট্টোপাধ্যায় ।এদিন তিনি খড়দহের প্রস্তুতি মঞ্চ থেকে বলেন, " আমরা ভাবছি কি কথা হচ্ছে ট্রেনে বাসে দেখবেন। সব জায়গায় একটি ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে। মহাভারত রামায়ণে একটি ভালো ও একটি খারাপ দিক তুলে ধরা আছে ।"

kolkata

Mar 24 2023, 15:26

*হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ব্যাক্তিগত হাজিরা দিলেন*

কলকাতা:আমাদের আদালতের নির্দেশ ব্যাখ্যা করতে ভুল হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় সশরীরে হাজিরা দিয়ে ক্ষমা চেয়ে এই মন্তব্য করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তার যুক্তি, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আসা অভিজ্ঞ শিক্ষকরা ওইসব খাতা পরীক্ষা করে দেখেছেন। মূলত ইংলিশ ও চাইল্ড ডেভলপমেন্ট ও পেডাগোগি বিভাগের ওই সব খাতা দেখে তারা রিপোর্ট দিয়েছেন। যাদবপুরের রিপোর্ট বৃহস্পতিবার রাতে হাতে পেয়েছি। ফলে সব খতিয়ে দেখা সম্ভব হয়নি। এই কারণে আপাতত আগামী সপ্তাহ পর্যন্ত মামলা স্থগিত রাখার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

অভিযোগ ওঠে, আদালতের নির্দেশ অমান্য করে গত ২০১১ সালের উচ্চ প্রাথমিকের টেট প্রার্থীদের ভুল ও সিলেবাসের বাইরের প্রশ্নের জন্য নম্বর দেওয়া হয়নি। এর জন্য কমিশনকে ভর্ৎসনা করে হাইকোর্ট চেয়ারম্যানকে ব্যাক্তিগত হাজিরার নির্দেশ দেয়।

kolkata

Mar 23 2023, 19:46

*মুখ্যমন্ত্রীকে দুষলেন শুভেন্দু*




শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাকরি তদ্বীরের অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, পার্থর আগে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও ট্যুইটে নাম লিখেছেন বিরোধী দলনেতার। আর তাতেই সোজা মুখ্যমন্ত্রীকে দুষলেন শুভেন্দু। তিনি কটাক্ষের সুরে বলেন, ''পার্থ চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষের চিত্রনাট্য দুর্বল। মমতা বন্দ্যোপাধ্যায় এই ষড়যন্ত্রের মূলে।জেলে থাকা অভিযুক্তের কথার কোনো দাম নেই।''

kolkata

Mar 23 2023, 18:30

*ফের পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতের নির্দেশ*


পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। ৩০ মার্চ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ। শান্তিপ্রসাদ সিন্হার ২৭ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজত। কুন্তল-তাপস-নীলাদ্রির ৬ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।

kolkata

Mar 23 2023, 18:15

*'ওড়িশা-বাংলা অর্থনৈতিক করিডর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেব': মমতা*

নজরে লোকসভা নির্বাচন। বৃহস্পতিবার বিজেডি প্রধান তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠককে সৌজন্য সাক্ষাৎকার বলে বিজেডি প্রধান জানালেন যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে গভীর আলোচনা হয়েছেন।

তিনি বলেন, 'দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অটুট থাকা দরকার।' অন্যদিকে, মমতা বলেন, 'দেশের রাজনীতিতে নবীন পট্টনায়েক সামনের সারির নেতা।নবীনজি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখার কথা বলেছেন।গণতান্ত্রিক অধিকার ও দেশের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। ওড়িশা-বাংলা অর্থনৈতিক করিডর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।'

kolkata

Mar 23 2023, 18:13

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে কলকাতা হাইকের্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন


কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে কলকাতা হাইকের্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। গত ২০১৬ সালে টেট পরীক্ষার ভিত্তিতে নতুন নিয়োগ আইনি জটে আটকে রয়েছে বলে দাবী করেছে কমিশন। আদালতের দ্বারস্থ হয়ে এসএসসি বলেছে, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ সম্ভব হচ্ছে না। তাই আদালত হস্তক্ষেপ করুক।

আগামী সপ্তাহে এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। কমিশনের দাবী, উচ্চ প্রাথমিকস্তরে ২০১৬ সালের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। মোট ১২হাজার নিয়োগ হয়ছে। তবে এই নিয়োগ সংক্রান্ত মূল মামলা আদালতের বিচারাধীন থাকায় এখন নিয়োগ করতে পারছে না এসএসসি।

হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করে বলা হয়েছে, এই নিয়োগে ডিভিশন বেঞ্চের নির্দেশ প্রয়েজন। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী সোমবার অথবা মঙ্গলবার এই আবেদনের শুনানি হবে।

kolkata

Mar 23 2023, 15:45

*কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় হাইকোর্টে স্বস্তি পেল বিজেপি*
কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় হাইকোর্টে স্বস্তি পেল বিজেপি। তাদের ২৩ সমর্থকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশি তদন্তে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আপাতত তাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা।কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওই বিজেপি কর্মীরা আবেদন করেন। মামলাটি বিচারপতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়ে দিয়েছেন।


ডিভিশন বেঞ্চে এই ঘটনায় সিবিআই তদন্তে চেয়ে আবেদন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ওই বিজেপি কর্মীরা আপাতত দিনহাটা এলাকা ছেড়ে যেতে পারবেন না। ডিভিশন বেঞ্চের নির্দেশের আগে পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকবে।